SSC-89 || HSC-91
স্লোগানঃ এসো মিলি বন্ধুত্বের বন্ধনে
মূল প্রতিপাদ্যঃ হৃদয়ে বাংলাদেশ, চেতনায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
উদ্দেশ্যঃ সারা বাংলার এসএসসি ৮৯ বা এইচএসসি ৯১ ব্যাচের বন্ধুত্বের সেতু বন্ধন
লক্ষ্যঃ
- বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করা।
- কাছে থাকা, পাশে আসা।
- বন্ধুদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করা।
- যার যার অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করা ও সহমর্মিতা প্রদর্শন।
- যুগের সাথে তাল মিলিয়ে কমিউনিকেশন সর্বোচ্চ সদ্ব্যাবহার।
- সময়ে সময়ে গেট টুগেদার এর আয়োজন এবং ব্যক্তিগতভাবে পরিচিত লাভ।
গ্রুপটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, লিঙ্গ বৈষম্যহীন, বন্ধুত্বের সামাজিক প্লাটফর্ম। বন্ধুত্বের পাশাপাশি জাতীয়তাবাদ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মূল প্রেরণা বা অঙ্গিকার।
নীতিমালাঃ
- এসএসসি ৮৯ বা এইচএসসি ৯১ এই গ্রুপের সদস্য হওয়ার একমাত্র যোগ্যতা। অন্য কোন ব্যাচের কারো সদস্য হওয়ার সূযোগ নাই।
- ফেসবুকের নিয়মাবলী এবং সরকার কর্তৃক নির্ধারিত সামাজিক যোগাযোগ মাধ্যম নির্দেশিকা মেনে চলা।
- গ্রুপটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, লিঙ্গ বৈষম্যহীন সামাজিক প্লাটফর্ম।
- রাস্ট্র, সরকার, জাতীয়তাবাদ ও সংবিধান বিরোধী কোন পোস্ট বা কমেন্ট করা যাবে না।
- ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক কোন পোস্ট গ্রহণ যোগ্য নয়। এ ব্যাপারে গ্রুপ আপোষহীন।
- গ্রুপে কোন রাজনৈতিক আদর্শ প্রচার বা কোন রাজনৈতিক দলকে কটাক্ষ করে কোন পোস্ট বা কমেন্ট করা যাবে না।
- ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা ধর্মীয় উস্কানিমূলক কোন পোস্ট বা কমেন্ট করা যাবে না। গ্রুপ এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে।
- জেন্ডার সমতা এই গ্রুপের অন্যতম বৈশিষ্ট্য। যৌন হয়রানি মূলক কোন পোস্ট বা কমেন্ট করা গ্রুপের নীতি বহির্ভূত। গ্রুপ এ ব্যাপারে আপোষহীন নীতি গ্রহণ করে।
- কোন ব্যক্তি বা গোষ্ঠীকে অসম্মান বা আক্রমণ করে কোন পোস্ট বা কমেন্ট করা যাবে না।
- সভ্য সমাজের শিষ্টাচার বহির্ভূত, অশ্লীল, অশোভন আচরণ বা ভাষা প্রয়োগ করা যাবে না।
- গ্রুপের প্রতিটি সদস্য সমান সম্মানের অধিকারী। কোন স্কুল - কলেজ, মেধা, ফলাফল, সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সাফল্যের উপর ভিত্তি করে কোন শ্রেনী বিভাজন করা গ্রহণযোগ্য নয়।
- কোন ব্যক্তিগত পর্যায়ের ঘনিষ্ঠতা, অসামাজিক কার্যকলাপ, প্রতারণার শিকার ও আর্থিক লেন দেন সমিষ্ঠগত ভাবে গ্রুপ বা এডমিন প্যানেল কর্তৃপক্ষ এর দায় ভার গ্রহণ করবে না।
- গ্রুপে একে অপরের প্রতি বিশেষ করে বান্ধবীদের প্রতি সৌজন্য মূলক আচরণ প্রদর্শন গ্রুপের অন্যতম বৈশিষ্ট্য। তুমি অন্যের সাথে সেইরূপ আচরণ করো যা তুমি অন্যের কাছে প্রত্যাশা করো।
- গ্রুপে ভুল বা তথ্যবিহীন বা গুজব ছড়ানো থেকে বিরত থাকা বাঞ্চনীয়।
- গ্রুপটি বন্ধুত্বের একটি প্লাটফর্ম। তাই শিষ্ঠাচার ও শালীনতা রক্ষা করে কিঞ্চিৎ হাসি - তামাশা, দুষ্টুমিপূর্ণ রসিকতা গ্রুপ নিরোৎসাহিত করে না।
- এটি একটি বড় প্লাটফর্ম। এর সদস্য সারা দেশব্যাপী। তাই সদস্যদের যে কোন কর্মকান্ড, পোস্ট বা কমেন্টস এর জন্য সদস্য নিজে এককভাবে দায়ী। গ্রুপ সমষ্টিগত ভাবে বা এডমিন প্যানেল এর দায় ভার গ্রহণ করবে না। কেননা এই গ্রুপের কোন পোস্ট এপ্রুভাল সিস্টেম নাই।
- এটি একটি সৃজনশীল প্লাটফর্মও বটে, তাই সদস্য বা তার পরিবাবারের সদস্যের সৃজনশীল কর্মকান্ড যেমন মৌলিক কোন লিখা, সাহিত্যকর্ম, ছোট গল্প, কবিতা, গান, ফটোগ্রাফী, কারু-চারু,চিত্রকর্ম, অংকন ইত্যাদির পোস্ট গ্রুপ প্রচন্ডভাবে উৎসাহিত করে।
- সদস্যের নিজ বা পরিবারের কোন সদস্যদের প্রতিভা, সাফল্য ও ভালো কাজের পোস্ট দেয়া কাম্য, এতে গ্রুপের অন্য সদস্যরা অনুপ্রাণিত হয়।
- কোন পোস্ট বা কমেন্ট এর ব্যাপারে কোন আপত্তি থাকলে এডমিন প্যানেলকে জানাও। এডমিন প্যানেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ব্যক্তিগত পর্যায়ে ঝগড়া- ফ্যাসাদে জড়িয়ে পড়া কাম্য নয়।
- গ্রুপ এ পোস্ট বা কমেন্ট এর ভাষা হবে বাংলা বা ইংরেজি। অন্য কোন ভাষা গ্রহণযোগ্য নয়। বাংলা ভাষা ব্যবহার বিশেষ ভাবে উৎসাহিত করা হয়। শব্দচয়নে যত্নশীল হওয়া কাম্য।
- সময় ও পরিস্থিতি বিবেচনায় গ্রুপের নিয়মাবলি এডমিন কর্তৃক পরিবর্তন যোগ্য।
- গ্রুপটির উত্তরাত্তোর উন্নতি ও সমৃদ্ধির জন্য সদস্যদের মতামত পর্যালোচনা করে এডমিন প্যানেল এর সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে বিবেচ্য।